২ জানুয়ারি, ২০২৩ ১৯:২৯

শ্রীপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে  শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় ভাড়া বাড়ি থেকে মেঝেতে পড়ে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক সুইটি আক্তার (২০) একটি কারখানায় চাকরি করতেন। তার স্বামী পাশের একটি মিল শ্রমিক।

জানা যায়, সকালে ঘরের ভেতর সুইটির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাদের ধারণা, নারীর স্বামী তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রেখে পালিয়েছেন। মরদেহের গলায় দাগ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর