বরিশাল কোতয়ালী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। রবিবার দুপুরের পর আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন তিনি। কোতয়ালী থানার সদ্য সাবেক ওসি মো. আজিমুল করিমকে বদলী করা হয়েছে নগর পুলিশের গোয়েন্দা শাখায়।
এর আগে গত ২৩ জানুয়ারী বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যোগদান করেন পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন। রবিবার পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের এক অফিস আদেশে আনোয়ারকে কোতয়ালী থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ আদেশ পেয়েই দুপুরের পর কাজে যোগদান করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল