নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী।
সোমবার দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ ধাওয়া দেয় নেতাকর্মীদের।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কমিটি গঠনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের অুনসারীরা ছিল।
এর আগে সকালে চাষাঢ়ায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশের ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত