তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো- এই প্রতিপাদ্য নিয়ে সাভারে দুই দিনব্যাপী তথ্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। সাভার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এই তথ্য মেলায় সাভার উপজেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি দপ্তর সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও সরাসরি তথ্য প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহায়তা করে সনাকের ইয়েস সদস্যরা। এছাড়া দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল