৩১ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৩

সোনারগাঁয়ে আল-আমিন হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁয়ে আল-আমিন হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবক আল-আমিন হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পূর্ব সনমান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ হোসেন সাগর (২৮), মোঃ কবির হোসেন (৩২), মোঃ ইউসুফ (৩২), নাসিমা বেগম ( ৮৮ )।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত আল-আমিন (২২) মূলত এলাকায় চুরি এবং ছিনতাই কাজে জড়িত ছিলো। তার এই কাজের জন্য তার পরিবারকে প্রায় সময়ই বিব্রত হতে হয় এবং বারংবার জরিমানা দিতে হয়। এই নিয়ে গ্রামে স্থানীয় সালিশ হয়। তার এরূপ আচরণের জন্য প্রায় সময়ই তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। গত ৯ জানুয়ারি রাতে সে শিকল খুলে পালিয়ে গেলে তাকে আর খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পালিয়ে যাওয়ায় তার পরিবার ও তার প্রতিবেশীরা পুনরায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে ভেবে ভিকটিমের প্রতি ক্ষুব্ধ হয়। র‌্যাব-১১ এর ছায়া তদন্তের এক পর্যায়ে তদন্ত কাজে ভিকটিমের পরিবারের অনিহা এবং অসহযোগিতা পরিলক্ষিত হলে ভিকটিমের বড় ভাই ইউসুফকে সন্দেহ হয় এবং তাকে র‌্যাব-১১ এর সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত হত্যার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে জানায়,  ভিকটিম চুরি ও ছিনতাই এর কাজে জড়িত থাকার কারণে তার প্রতি বিক্ষুব্ধ হয়ে ভিকটিমের চাচাতো ভাই সৈয়দ হোসেন সাগর, ভিকটিমের প্রতিবেশী কবির এবং জহির তাকে হত্যা করে। এর আগে গত ১৭ জানুয়ারি সোনারগা থানাধীন হামজানি এলাকার জমির আইলের উপর জমানো আগাছার স্তূপের মধ্য হতে আল-জামিন (২২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর