গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সোমবার বিকেলে জাতীয় শিশু একাডেমি কর্তৃক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।
নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর নাম ঐক্যজিৎ। সে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের প্রধান মো. ওয়াদুদুর রহমান দ্বিতীয় স্থান অর্জনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার এই শ্রেষ্ঠত্ব অর্জন শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
জাতীয় শিশু একাডেমির প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ছয় লাখ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে মাত্র ৪৭৪ জন পুরস্কৃত হয়। এর মধ্যে ঐক্যজিৎ নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে। এমন আনন্দদায়ক খবরে মিষ্টি বিতরণ করতে দেখা যায় ওই বিদ্যালয় প্রাঙ্গনে।
বিডি প্রতিদিন/এমআই