যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমরা দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার। আজকেও সেই অপপ্রচার রাজনীতি, প্রপাগান্ডার রাজনীতি চলমান। একটা কর্তৃত্ববাদী, অত্যাচারী,সন্ত্রাসী হিসেবে বিদেশিদের কাছে আমাদের আজ উপস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। চিন্তা করে দেখেন, তারা কতটুকু জায়গা পাচ্ছে রাজনীতি করার, আমরা কতটুকু জায়গা পেতাম তাদের আমলে রাজনীতি করার। আমাদের এই অফিসে ঢুকে মারামারি করে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। একবার না একাধিকবার, এই অফিসে আমরা দাঁড়াতে পারতাম না, ঢুকতে পারতাম না।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান আরও বলেন, ইতিহাস ভুলে গেলে চলে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না, তাই আজ তারা জনবিচ্ছিন্ন। জামায়াতকে নিয়ে তারা রাজনীতর মাঠ গরম করার চেষ্টা করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব লীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন