রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাস্টারপাড়া পদ্মা গার্ডেন এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করা ক্রেনের দোলনার তার ছিঁড়ে নিচে মাটিতে পড়ে মৃত্যু হয় তার।
নিহত শ্রমিকের নাম শিপলু (৩০)। তিনি দরগাপাড়ার শামীম ওরফে আশরাফের ছেলে।
জানা গেছে, সকালে সাহেববাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ১০তলা বিল্ডিংয়ের কাজ করছিলেন শিপলুসহ কয়েকজন। এসময় ক্রেনের দোলনার তার ছিঁড়ে শিপলু ১০তলা থেকে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই