শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনের তৃতীয় দিনে ৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি চলমান রয়েছে।
জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দীন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্পত্তি এবং আয় সরকারি কোষাগারে জমা নিলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব।
সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয় সরকারি কোষাগারে জমাকরণ পূর্বক নীতিমালার পরিবর্তন করলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা যাবে।
মহাজোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বক্তব্যে বলেন, সরকার জাতীয়করণের দাবি মানতে দেরি করলে মহাজোটের পক্ষ থেকে আমরণ অনশনের ঘোষণা করা হবে।
মহাজোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনের তৃতীয় দিনে ৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত