৮ মার্চ, ২০২৩ ০৪:৩৬

আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি: ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি: ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিলেন সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি। 

মঙ্গলবার (৭ মার্চ) রাত ৮টায় গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের দেখতে হাসপাতালে আসেন তিনি। দেখা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এসময় তিনি আরও বলেন, আমাদের এখানে যে ইমার্জেন্সি ব্যবস্থা আছে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আহতদের ওয়ার্ড বা আইসিইউ যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার সাথে সাথে সবাই মেসেজ পেয়ে এসে চিকিৎসা করছে। আমাদের আশপাশে যে সকল হাসপাতাল আছে সেখানেও আমরা ব্যবস্থা করে রেখেছি, সেখানের ডাক্তাররাও রেডি আছে। এখানে যদি জায়গার অভাব হয় তাহলে বার্ন ইউনিটে, সলিমুল্লাহ মেডিক্যালে আমরা রোগী নিয়ে যেতে পারব। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর