মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর রাজধানীর পোস্তাগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আজ সোমবার রাজধানীর হেলথ অ্যাণ্ড হোপ হাসপাতালে পংকজ ভট্টাচার্যের সুহৃদ ও পরিবারের সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আদিবাসী ফোরামের নেতা দীপায়ন খীসা।
হেলথ অ্যাণ্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান, শিশু সংগঠক ডা. লেনিন চৌধুরীর সভাপতিত্বে সভায় ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম এ সবুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পূজা উদযাপন পরিষদের নেতা কাজল দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।দেশের বামপন্থী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য হেলথ অ্যাণ্ড হোপ হাসপাতালে গত রাত একটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন