শিরোনাম
২৯ অক্টোবর, ২০২৩ ১০:২০

নারায়ণগঞ্জে রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।

এদিকে, মিছিল শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর