বিএনপি ও সমমনা দলের এক দফা দাবিতে ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে প্রথম দিনে বরিশালে পৃথক ৪টি মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি এই অবরোধে। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাঠ, অফিস-আদালত ও ব্যাংক-বীমাও খোলা।
ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। একই সময়ে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নতুনহাট এলাকায় এবং কাশিপুরে বিক্ষোভ মিছিল করে মহানগর শ্রমিকদল। দুপুর ২টায় নগরীর বান্দ রোডের ঈদগাহ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল।
অবরোধে সকাল থেকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে বাস চলছে সীমিত পরিসরে। স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরেও থ্রি-হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। নগরীর দোকান-পাঠ, অফিস-আদালত, ব্যাংক বীমা এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এমআই