বরিশালে আটকের প্রায় ১ বছর পর ৯টি ছাগল মুক্তি দিয়েছে সিটি করপোরেশন। বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন ছাগল মালিক রাজিবের কাছে ছাগলগুলো হস্তান্তর করেন।
তবে রাজিবের অভিযোগ সিটি করপোরেশন ১৫টি ছাগল আটক করলেও ফেরত দিয়েছে মাত্র ৯টি। রাজিব নগরীর ২১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
রাজিব বলেন, গোরস্থানে কবরের ঘাস খাওয়ার অভিযোগে তৎকালীন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ লোক পাঠিয়ে ১৫টি ছাগল আটক করে। গত ১ বছরে ছাগলগুলো ৯টি বাচ্চা দিয়েছে। এতে মোট ছাগলের সংখ্যা দাড়ায় ২৪টিতে। কিন্তু আমাকে ফেরত দেয়া হয়েছে ৯টি ছাগল। বাকি ছাগলগুলোর বিষয়ে জানতে চাইলে দায়িত্বরতরা জানিয়েছেন, বাকিগুলো ছাগল মারা গেছে।
গত বছরের ৬ ডিসেম্বর নগরীর গোরস্থানে প্রবেশের কারণে ছাগলগুলো আটক করেছিলো তৎকালীন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএ