আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিক দেলোয়ার হোসেনসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের পাশাপাশি আহত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে আজ শুক্রবার সকালে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গামেন্টস শ্রমিক ফেডারেশন। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে পোশাক কারখানাটির ফটকের সামনে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২১ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন শতাধিক শ্রমিক। তখন থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি এবং হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।
বিডি প্রতিদিন/হিমেল