রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৭০ বছর। তার পরনে ছিল বিস্কুট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ।
তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাও রেলগেট থেকে ৫০০ গজ অদূরে কমলাপুরগামী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই বৃদ্ধ।
খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল