রাজধানীর কদমতলীর মেরাজনগর বাসার সামনে আড্ডাবাজ বখাটেদের চলে যেতে বলায়, তাদের হামলায় আব্দুর রহিম খাঁন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে বলে অভিযোগ স্বজনদের। শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে রাকিবুল হাসান অভিযোগ করে বলেন, মিরাজনগর, সি-ব্লকে বাসার সামনে ঐ এলাকার
ইলিয়াস, আব্দুল্লাহসহ, বেশ কিছু ছেলেপেলে আড্ডা দেয়, চেচামেচি কে। আর তাই সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়। এতে তাদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে, তখন বাবা আব্দুর রহিম খান এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে তাকেও কিল ঘুষি ধাক্কা মারে। এতে তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন।
কদমতলী থানার উপ-পরিদর্শক মো: কবির হোসেন বলেন, বাসার সামনে আড্ডা দেওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় তার মৃত হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল