নেত্রকোনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে অবহিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জমান, রাজস্ব অনিমেষ সোম, আইসিটি বিপিন চন্দ্র বিশ্বাস সংবাদ সংগ্রহ করতে হলে কী কী করতে পারবে, কী কী করতে পারবে না, এ সকল নীতিমালা (সংশোধিত) তুলে ধরেন।
এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ এবং প্রকাশ করতে তথ্যসূত্র নিশ্চিত করার বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগাযোগ করলে তা যেন সহজতর হয় সেই অনুরোধ করেন।
উল্লেখ্য, এবছর কেন্দ্রের ভেতর থাকা এবং লাইভ দেওয়া নিয়ে বেশ বাধ্যবাধকতা দিয়েছেন নির্বাচন কমিশন থেকে। এই বিষয়েই জরুরি অবহিতকরণ সভার আয়োজন করেছে।
বিডি প্রতিদিন/এমআই