রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক অজ্ঞাতনামা পুরুষ (৫০) বছর হতে পারে।
সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বাবলু রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেটের দক্ষিণ পাশে অজ্ঞাত পুরুষ (৫০)অচেতন অবস্থায় পড়েছিলেন।
সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন