বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বরিশালের একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক বিভিন্ন বই বিতরণ করেছে মওলানা ভাসানী পাঠাগার। বৃহস্পতিবার দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজ খান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলু, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, আব্দুল আজিজ খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক জনাব আল আমিন, সোহাগ হোসেন, সঞ্জিব হালদার, হাসিবুল হাসান, মো. হালিম ও সালমা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ