রাজধানীতে নয় হাজার পিস ইয়াবাসহসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় চামেলীবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিবির সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাসেল, শাহীন ও রাজু আহাম্মেদ।
তিনি গণমাধ্যমে জানান, চামেলীবাগ এলাকায় কয়েকজন লোক মাদকসহ অবস্থান করছে এমন খবর আসে পুলিশের কাছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেন ডিবির সদস্যরা।
গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএ