রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় মোসা: লাবনী (২২) নামে গ্রীন বাংলা হাসপাতালের একজন নার্স নিহত হয়েছেন। সানজিদা (২০) নামে আরেক নার্স আহত হয়েছেন।
বর্তমানে সানজিদা যাত্রাবাড়ীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে স্টাফ কোয়ার্টার ক্রসিংয়ের ডেমরা-যাত্রাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ডেমরা ট্রাফিক পুলিশ ওই ট্রাকসহ (ঝিনাইদহ ট ১১-১৯২২) চালক মো. পারভেজকে (২৫) আটক করে ডেমরা থানায় সোপর্দ করে।
পারভেজ পিরোজপুরের স্বরূপকাঠি থানার মাহমুদকাঠি গ্রামের মো:জাহাঙ্গীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরাসহ ও ট্রাফিক সার্জেন্ট মুরাদ জানায়, গ্রীনবাংলা হাসপাতাল থেকে দায়িত্ব পালন শেষে দুই নার্স স্টাফ কোয়ার্টার আন্ডারপাসের দিক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রামপুরা থেকে রূপগঞ্জের তারাবগামী ওই ট্রাকটি সাইড টার্ন নিতে গেলে পেছনের দিকে ধাক্কা লেগে নার্স লাবনী ও সানজিদা গুরুতর আহত হয়।
এ সময় ট্রাফিক পুলিশ ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় যাত্রাবাড়ীর ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক লাবনীকে মৃত ঘোষণা করেন।
লাবনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানিয়েছেন, এ ঘটনায় একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ ও চালক থানা হেফাজতে রয়েছে। মৃতদেহ টি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল