রাজধানীর যাত্রাবাড়ীর থানার সমানে ও আশপাশের এলাকায় পড়ে আছে পাঁচ লাশ।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে পড়ে আছে তিনজনের মরদেহ। এর মধ্যে দু’জনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।
এছাড়া একটি লাশ পড়ে আছে কাজলার পাড় এলাকার চান মিয়া রোডের মাথায়। আরেকটি লাশ পড়ে আছে থানার পশ্চিম দিকে সাজেদা ফিলিং স্টেশনের সামনে।
মরদেহগুলো দেখতে ভিড় করেছে শত শত মানুষ। থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুরের পর বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন।
বিডি প্রতিদিন/একেএ