৮ আগস্ট, ২০২৪ ০৭:১১

পুরান ঢাকায় মন্দির পাহারা দিচ্ছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পুরান ঢাকায় মন্দির পাহারা দিচ্ছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা

পুরান ঢাকায় মন্দির পাহারা দিচ্ছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা

রাজধানীর পুরান ঢাকায় হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ স্থাপনা ও মন্দির পাহারা দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি তদারকি করছে ছাত্র সংগঠনটি।

বুধবার রাত সাড়ে ১১টায় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকার শাঁখারি বাজারের বিভিন্ন মন্দির পাহারা দেন নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন যে, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয় সুরক্ষায় সতর্ক থাকবেন। একই সাথে তাদের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ জানমালের নিরাপত্তার বিষয়টিও দেখবেন বলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন। 

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আমাদের জানাবেন। আমরা অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বৈঠকে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা আগেও দেশের সম্প্রীতি নষ্ট করেছি, এখনো মন্দিরে আক্রমণ করছে। আমরা এসব রুখে দিতে মন্দিরে পাহারা দিতে এসেছি। তাদের বলে এসেছি এখানে কেউ হামলা করলে আমরা পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর