বিভিন্ন মাজারে হামলা চালিয়ে একশ্রেণির মানুষ দেশে এবং দেশের বাইরে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে উল্লেখ করে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, ‘জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।’
আজ সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া’ এর উদ্যোগে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, ‘বিভিন্ন মাজারে যদিও অপ্রতিগ্রস্ত পাগল ফকির থাকে, সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার, পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা মাজার ভাঙচুর করছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন।’সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র্যালি) অনুষ্ঠিত হয়। এরপর জোহরের নামাজ আদায় শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।
বিডি প্রতিদিন/জুনাইদ