খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় নেওয়াজ হত্যা মামলার বাদী শামীম পারভেজকে (৪৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার পেটের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সোনাডাঙ্গা হরিজন কলোনীর এসএম শাহজাহানের ছেলে ও নিহত নেওয়াজের বড় ভাই।
মঙ্গলবার (১৭ সেপ্টেবর) রাত ১০টার দিকে সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা একই এলাকার রানা খান (২৭) নামের আরেক যুবককে ছুরিকাঘাত ও মান্নান ব্যাপারীকে (৬০) মারধর করে জখম করে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ৪ মে নগরীর বয়রা এলাকায় শামীম পারভেজের ভাই নেওয়াজ মোর্শেদ (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ৪ মে রাতে শামীম পারভেজ বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। পুলিশ হত্যা হামলার বাদীকে ছুরিকাঘাতে ঘটনায় ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ