বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল রাজধানী ঢাকা। সে সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ছিল ২৬৫। সে অনুযায়ী সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি রয়েছে।
এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৭৫), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৫), গুলশান লেক পার্ক (২৫৭), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৫৬), কল্যাণপুর (২৪১) ও পশ্চিম নাখালপাড়া সড়কে (২২৫) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল ভারতের কলকাতায় (২৭৫)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল বাংলাদেশের ঢাকা (২৬৫) ও পাকিস্তানের লাহোর (২২৭)।
শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল চীনের বেইজিং (১৯৫) ও উগান্ডার কাম্পালায় (১৯৩) বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিডি প্রতিদিন/একেএ