রাজধানীর নিউমার্কেট এলাকায় এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বিএনপি।
শুক্রবার (২ মে) নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আয়োজন করে নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি।
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম।
তিনি বলেন, আমরা একসময় ধানখেতে, পাটখেতে লুকিয়ে ছিলাম। বাড়িঘর ছাড়া ছিলাম, কারাগারে থেকেছি। আজ কথা বলতে পারছি, বাঁচতে পারছি- এটাই বড় অর্জন।
ব্যারিস্টার অসীম বলেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অনেকে খুন কিংবা গুম হয়েছেন। কিন্তু এখন সময় এসেছে গঠনমূলক উদ্যোগ নেওয়ার। আমরা নেতাকর্মীদের বলেছি, ভালো কাজে যুক্ত হতে। গাছ লাগান, পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিবেশ রক্ষাই রাজনীতির নতুন দিশা।
তিনি বলেন, শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ নয়, পরিচর্যার দায়িত্ব নিতে হবে। আর যেখানে গাছ লাগানো যাবে না, সেখানে অন্তত পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, যে বাংলাদেশ তারেক রহমান কল্পনা করেন, সেটা বাস্তবায়নের জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হোক, যারা দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিষ্কার করা হয় রাস্তার পাশের আবর্জনা, পোস্টার অপসারণ করা হয়, এবং কিছু জায়গায় বৃক্ষরোপণও করা হয়। ব্যারিস্টার অসীম বলেন, আমরা রাজনীতি করি শুধু ক্ষমতার জন্য নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ