বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ।
সমাবেশ থেকে আল কাদেরী জয়সহ আটক তিন শ্রমিক নেতার মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএর অধীনে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স দেওয়ার দাবিও জানানো হবে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতে একথা জানান ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী।
বিবৃতিতে তারা বলেন, নোটিশ বা পূর্ব সতর্কতা না দিয়ে বুলডেজার নিয়ে ব্যাটারি রিকশার ওপর হামলা ও চালকদের বারবার আকুতি সত্ত্বেও গাড়ি ফেরত না দিয়ে ডাম্পিং করা অন্যায় ও অমানবিক।
তারা বলেন, গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের প্রয়োজনে ও যুগের চাহিদা অনুযায়ী প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে বা ব্যাটারিচালিত যানবাহন বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের উদাসীনতা সড়কের শৃঙ্খলাকে দুর্বল করেছে। এর দায় ব্যাটারি রিকশা চালকদের ওপর চাপিয়ে তাদের জীবিকার একমাত্র উপায় রিকশা ধ্বংসের মতো অমানবিক ও আর্থিক ক্ষতি সাধনের কাজ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম