রাজধানীর বনানীর কাকলীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই শিক্ষার্থী ছিলেন। নিহতরা হলেন আশফাকুর রহমান আসিফ (২৪), তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী-পাশাপাশি রাইড শেয়ারিংয়ে যুক্ত ছিলেন। আসিফ মাহমুদ সম্পদ (২১), মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানীর কাকলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসিফ মাহমুদ সম্পদের বাবা মো. জাহিদুল ইসলাম ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে টঙ্গীর হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
ওসি বলেন, হাসপাতাল থেকে খালার বাসায় কাপড়চোপড় নিতে যাওয়ার সময় কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে ঢাকামুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোটরসাইকেল চালক আশফাকুর রহমান আসিফ কুষ্টিয়া সদর উপজেলার বিসিক সড়ক, কুমারপাড়া এলাকার মো. আলম ও নার্গিস আক্তারের ছেলে।
অপরজন, আসিফ মাহমুদ সম্পদ, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আলপনা খাতুনের ছেলে।
বনানী থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাক (মিক্সার মেশিন) জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক