রাজধানী ঢাকায় রবিবার ভোর থেকেই কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ঝরতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
এর আগেও গত ১৩ আগস্ট সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার কিছুটা প্রভাব দেশের উপরেও পড়েছে।
এ দিকে ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
বিডি প্রতিদিন/নাজিম