রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং সরকারি দপ্তরের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৮ সেপ্টেম্বর)ও ব্যতিক্রম নয়। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো।
ইয়ুথ কপ ২০২৫ সমাপনী অনুষ্ঠান
ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি ও একশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে ‘ইয়ুথ কপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান গুলশানের হোটেল লেকশোর গ্র্যান্ড-এ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারক, কূটনীতিক, সরকারি প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন এ আয়োজনে।
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা
কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জোহরের নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
বিএনপির কর্মসূচি
জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বেলা ১১টায় বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদীন ফারুক।
মানববন্ধন কর্মসূচি
- ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন: ‘স্বৈরশাসকের দোসরদের অপসারণের দাবিতে’ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
- জুলাই ঐক্য: আওয়ামী লীগের নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বিডি প্রতিদিন/আশিক