নির্বাচনি তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার প্রথম পর্যায়ের কাজ উদ্বোধনের দাবিতে শনিবার বিকালে নীলফামারীতে সমাবেশ ও সন্ধ্যায় তিস্তা নদীপথে আলোর মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, ডিমলা-জলঢাকা আঞ্চলিক কমিটির আয়োজনে ডালিয়া-দোয়ানি তিস্তা ব্যারাজসংলগ্ন তিস্তা পাড়ে ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। সন্ধ্যায় তিস্তাপাড়ে শত শত নৌকায় আলোর মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে কর্মসূচির।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় নদী সংগঠক আলমগীর হোসেন ও রশিদুল ইসলাম রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, আবদুর নূর দুলাল, মাহমুদুল আলম, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ড. এস এস এম মনওয়ারুল ইসলাম, আয়োজক কমিটির আহ্বায়ক হামিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে ডিসেম্বর মাসে তিস্তা প্রকল্পের উদ্বোধন।