বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তুরস্ককে নিয়ে যেন ছেলেখেলাই করল স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিক, পেদ্রির জোড়া গোল ও ফেররান তরেসের এক গোলে ৬-০ ব্যবধানে জিতল ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
রবিবার রাতে তুরস্কের মাঠে খেলতে গিয়ে বিশাল এই জয় নিয়ে ফিরেছে স্পেন। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলে স্বাগতিকদের পাত্তাই দেয়নি লুইস দে লা ফুয়েন্তের দল।
ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দল কাছাকাছি থাকলেও, স্পেনের আক্রমণের সামনে পুরোপুরি পরাস্ত হয় তুরস্ক। ম্যাচ জুড়ে গোলের ২১টি শট করে স্প্যানিশরা। এর মধ্যে ১২টিই ছিল লক্ষ্য বরাবর। যার অর্ধেক প্রবেশ করে জালে।
ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের কাছ থেকে পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান পেদ্রি। এরপর চলতে থাকে একের পর এক আক্রমণ। ২২ মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটে তুরস্কের জালে গোলের হালি পূর্ণ করেন তরেস। এর ৪ মিনিট পর আবার গোল করেন মেরিনো, পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ম্যাচের ৬২ মিনিটে তুরস্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি।
বাছাইয়ে 'ই' গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে স্পেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তুরস্ক।
বিডি প্রতিদিন/নাজিম