শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো ২৭ বিলিয়ন বা ২ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গতকাল দুপুরে এই রেকর্ড মাইলফলক ছাড়িয়ে যায়। এর আগে ১৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংক জানায়, মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকা, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়তা তহবিলের পরিমাণ ও আওতা সম্প্রসারণ, রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয়ের সন্তোষকজনক প্রবাহ অব্যাহত থাকা, সরাসরি বিদেশি বিনিয়োগ ও বিদেশি উৎস থেকে বেসরকারি খাতের অর্থায়ন গ্রহণের পরিমাণ বৃদ্ধির ফলে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ।

সর্বশেষ খবর