শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী

জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী আজ। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া (দারদরিয়া) গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মো. ইয়াসিন খান ও মায়ের নাম মেহেরুন্নেছা খানম। মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হওয়ার মাধ্যমে তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ’৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ও গাজীপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় পৃথকভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২২ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর