শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
নিরাপদ সড়ক দিবস আজ

দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল

বিশেষ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় দেশব্যাপী বাড়ছে মৃত্যুর মিছিল। সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুহার কমিয়ে আনার কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেও বাংলাদেশে প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যুহার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৫ সালে দেশে ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮ হাজার ৬৪২ জন। দিনে গড়ে মারা গেছেন ২৪ জন। এ প্রেক্ষাপট সামনে রেখে আজ সারা দেশে নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করবে ‘নিরাপদ সড়ক চাই—নিসচা’ সংগঠন।

এ সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, এসব কর্মসূচি ছাড়াও দিবসটি উপলক্ষে সারা দেশে নিসচার ১০০টির বেশি শাখায় স্থানীয়ভাবে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবে দিবসটির কর্মসূচি পালিত হবে।

সর্বশেষ খবর