খোঁড়া ভিক্ষুককে অটোরিকশা কিনে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর বনানী-কাকলীতে নিরাপদে পথ চলতে উৎসাহিত করতে সেতুমন্ত্রী ক্যাম্পেইনে যোগ দেন। তার নেতৃত্বে চিত্রনায়ক, নায়িকা, শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। ক্যাম্পেইনে অংশ নিতে আসা মন্ত্রীর সামনে এক পা-বিহীন ভিক্ষুক মাসুম দাঁড়ান। প্রথমে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও পরে মন্ত্রীর নির্দেশে বাধা দূর হয়। মন্ত্রীকে পেয়ে খোঁড়া মাসুম বলেন, স্যার, ভিক্ষা করে খেতে আমার খুব লজ্জা লাগে। আমি একটা অটোরিকশা চাই। ভিক্ষাবৃত্তিতে মাসুমের বিতৃষ্ণায় মুগ্ধ হন মন্ত্রী। সঙ্গে সঙ্গেই মাসুমকে একটি অটোরিকশা দেওয়ার ব্যবস্থা নিতে তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেন। অটোরিকশার অনুমোদনও যেন হয়ে যায় সেটাও নিশ্চিত করে রাখতে বলেন ওবায়দুল কাদের। এমন সাহায্যে খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন মাসুম। সবার মুখের দিকে তাকিয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন তিনি। মাসুম জানান, পা অচল বলে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন। এখন মন্ত্রী তাকে অটোরিকশা দিয়েছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না। আর ভিক্ষাবৃত্তি করতে হবে না বলে মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসুম। নিরাপদে পথ চলতে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে সেলিব্রেটিদের সঙ্গে নিয়ে এ ক্যাম্পেইনে মন্ত্রী ওবায়দুল কাদের সেলিব্রেটিদের হাতে সড়ক নিরাপত্তাবিষয়ক স্টিকার ও লিফলেট তুলে দেন। তারাও মন্ত্রীর সঙ্গে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের যাত্রীদের মধ্যে স্টিকার ও লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে সড়কে অবস্থানরত বেশ কিছু গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।
ক্যাম্পেইনে আরও যোগ দেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির (বিআরএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, অভিনেতা ও নাট্যনির্দেশক তারিক আনাম, কণ্ঠশিল্পী এস আই টুটুল, চিত্রনায়ক ওমর সা?নি, অভিনেত্রী নিপুণ, অ?ভি?নেতা শিমুলসহ অন্য কলাকুশলীরা।