শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

তিন পুলিশসহ আহত ৯ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক টেক্সটাইল এলাকায় সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধা এবং ইট নিক্ষেপের ঘটনায় তিন পুলিশসহ নয়জন আহত হয়েছেন। এ সময় ৪০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্বদানকারী বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ জুয়েল জানান, পুলিশের উপস্থিতিতে গতকাল দুপুরে কাউনিয়া বিসিক টেক্সটাইল-সংলগ্ন তিন রাস্তা মোড় এলাকায় সড়কের দুই পাশে সিটি করপোরেশনের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। এ সময় এলাকাবাসী আকস্মিক তাদের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীসহ নয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর