বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রমনা বটমূলে বোমা হামলা

ফাঁসির আসামিদের ডেথ রেফারেন্সের চূড়ান্ত যুক্তিতর্ক ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে চূড়ান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল শুনানি না করায় ১৪ মার্চ ধার্য করা হয়েছে। ৮ জানুয়ারি এ মামলায় হাই কোর্টে শুনানি শুরু হয়। উল্লেখ্য, ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর