শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অক্টোবর বিপ্লব বৈষম্যের অবসান ঘটিয়েছিল

সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, মানুষে মানুষে যে বৈষম্য, যে শোষণমূলক সমাজব্যবস্থা ছিল অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব তার অবসান ঘটিয়েছিল। সমাজতান্ত্রিক বিপ্লব মানুষকে দেখিয়েছে মুক্তির পথ।

চট্টগ্রামে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল বিকালে এ উপলক্ষে লাল পতাকা মিছিল, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আবুল মোমেনের সভাপতিত্বে শহীদ মিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য রাশেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিন নাসু। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এখানে আজ আরেকটি বিপ্লবের শতবর্ষ উদযাপন করতে সমবেত হয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর