বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় রবিঠাকুরের ‘চিত্রাঙ্গদা’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় রবিঠাকুরের ‘চিত্রাঙ্গদা’

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’। গত সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন করে নাটকের সংগঠন স্বপ্নদল। এটি ছিল ‘চিত্রাঙ্গদা’র ৫৭তম প্রদর্শনী। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। এর নাট্যকাহিনীতে উপস্থাপিত হয়— মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন।

সর্বশেষ খবর