বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিখোঁজের দুই দিন পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন দেকে নিখোঁজের দুই দিন পর উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে একটি বাস থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ তাকে বোয়ালখালী থানায় নিয়ে আসে।

ডা. রতন সোমবার সকালে নগরের সিভিল সার্জন অফিসের এক সভায় যাওয়ার জন্য বের হয়েছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ ছিল। খোঁজ না পেয়ে ওইদিন সন্ধ্যায় তার স্ত্রী নেলী দে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন,  ‘সোমবার সন্ধ্যায় ডা. রতন দের স্ত্রী থানায় জিডি করার পর পুলিশ প্রযুক্তির মাধ্যমে উদ্ধার অভিযানে নামে। চট্টগ্রাম, রাঙামাটিসহ সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। গতকাল ভোরে কুমিল্লা থেকে তিনি রওনা দিয়েছেন জানতে পারলে পুলিশ অলংকার মোড়ে অবস্থান নেয়। তবে এ বিষয়ে ডা. রতন দে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ডা. রতন দের স্ত্রী নেলী দে বলেন, ‘সোমবার  দুপুর ১২টা থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ ছিল। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মোবাইল থেকে ফোন করে বিকাশ নাম্বার দিয়ে তিন লাখ টাকা চাওয়া হয়। কিন্তু আমার স্বামীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ জানালে তারা তাত্ক্ষণিক ১৫ হাজার টাকা দাবি করে। পরে বিকাশে ৫ হাজার টাকা দেওয়ার পর তারা জানায়, তিনি (রতন) তাদের কাছে নেই। পরে বিকাশ নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে আমার স্বামী অন্য একজনের মোবাইল নম্বর থেকে জানান, তিনি কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন এবং সুস্থ আছেন।’

সর্বশেষ খবর