সম্পর্কে তারা চাচা-ভাতিজা। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে একজন মহাজোট থেকে ও অপরজন সুন্নি মহাজোটের টিকিটে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। পূর্ব উত্তরসূরি হিসেবে দুজনেই মাইজভাণ্ডারের বংশধর। একজন সম্মিলিত জোট ও সুন্নি মহাজোটের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী অপরজন মহাজোটের প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। আগামী নির্বাচনে তাদের ভোটযুদ্ধে মাইজভাণ্ডারী ভক্তসহ সাধারণ ভোটাররা দ্বিধাবিভক্তও হতে পারেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তবে নজিবুল বশর মাইজভাণ্ডারী মহাজোটের প্রার্থী হলেও আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া নজিবুল বশর মাইজভাণ্ডারীকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলও করেছিল। সম্মিলিত জোট ও সুন্নি মহাজোটের সমন্বয়ক সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘সম্মিলিত জোটের অংশীদার হিসেবে নির্বাচনে নেমেছি। ইতিমধ্যে উপজেলার সমমনা ইসলামী দলগুলোর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি।’ অন্যদিকে মহাজোটের প্রার্থী ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীকে চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে আওয়ামী লীগের বিরাট একটি অংশ দলীয় প্রার্থী মনোনয়ন দিতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। এখানে বিএনপির কোনো শক্ত প্রার্থীও নেই। তরিকত ফেডারেশন রয়েছে নামে মাত্র। তিনি মহাজোটের প্রার্থী হলেও তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নেই ভালো সম্পর্ক। তাই এবারের নির্বাচনে রাজনীতির মেরুকরণে কী হবে সেটিই এখন প্রশ্ন সবার। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এমপি নির্বাচিত হন মহাজোট প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা