বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যশোর বোর্ডের এক প্রশ্নপত্রে দুই বিষয়

আইসিটি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

এক প্রশ্নপত্রের দুই পৃষ্ঠায় দুই বিষয়ের প্রশ্ন। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর টের পায় পরীক্ষার্থীরা। এরপর বিষয়টি শিক্ষক, শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয় পর্যন্ত গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। গতকাল যশোর বোর্ডে এ ঘটনা ঘটে। স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্যা জানিয়েছেন। আজকের ক্যারিয়ার শিক্ষার বিষয়ের পরীক্ষা ২ মার্চ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

এ বোর্ডে চলমান এসএসসি পরীক্ষায় গতকাল ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা। যশোর কালেক্টরেট স্কুলের ছাত্র ও যশোর প্রিপারেটরি স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী কৌশিক তাহসান জানায়, আইসিটি পরীক্ষা শুরু হলে সকাল ১০টায় তাদের কক্ষে ‘ঘ’ সেটের প্রশ্নপত্র দেওয়া হয়। এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় আইসিটি ও অপর পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষার প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর শিক্ষকরা সেই প্রশ্নপত্র নিয়ে যান। আইসিটি বিষয়ের নৈর্ব্যত্তিক এই পরীক্ষা ২৫ নম্বরের এবং সময় আধা ঘণ্টা। গতকালের ওই প্রশ্নপত্রের দ্বিতীয় পাতায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল।  যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘আইসিটি বিষয়ের নৈর্ব্যত্তিক প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্নে মুদ্রণ ত্রুটি হয়েছে। এ প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় আইসিটি বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হলেও অপর পৃষ্ঠায় ১৩ প্রশ্ন ছাপানো হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। বিষয়টি জানার পর  শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর বোর্ডের আইসিটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর