সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ময়ূর নদীকে কেন্দ্র করে গ্রিন সিটি

-------- মেয়র খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে যে কোনো মূল্যে ময়ূর নদীসহ সংযুক্ত খালগুলো সচল রাখতে হবে। এ জন্য নদী ও খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, খুলনাকে গ্রিন সিটি করার পরিকল্পনা রয়েছে আমাদের। এই গ্রিন সিটি ময়ূর নদীকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে। গতকাল নগরীর এক অভিজাত হোটেলে ‘ওয়াটার অ্যাজ লেভারেজ খুলনা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সিটি মেয়র এসব কথা বলেন। খুলনার জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ডসের সিডিআর ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে সিটি করপোরেশন এ কর্মশালার আয়োজন করে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলায় সংস্থাটি খুলনা মহানগরীসহ দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ তিনটি শহরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর