মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ স্থগিত চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক

আমবাগানে পুলিশ মোতায়েনে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদন করা হয় বলে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। গত ৯ এপ্রিল এর আগে আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে রাজশাহী অঞ্চলসহ দেশের বড় আমবাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।    ফলের বাজার ও আড়তে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো বা ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতেও বলা হয়েছে ওই আদেশে। পুলিশের আইজি, বিএসটিআই, র‌্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল হাই কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আমের মৌসুমকে সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এ আবেদন করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর