বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নিচতলা ঝুঁকিপূর্ণ দোতলার কাজ শুরু!

স্কুল ধসে পড়ার শঙ্কা আতঙ্কে শিক্ষার্থীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

নিচতলা ঝুঁকিপূর্ণ দোতলার কাজ শুরু!

সিলেটের জৈন্তাপুরে নিচতলায় বড় বড় ফাটল ও দেবে যাওয়া অংশ সংস্কার না করেই একটি বিদ্যালয়ের দ্বিতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এতে ভবনটি ধসে পড়ার পাশাপাশি বড় দুর্ঘটনারও আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এর আগে ওই স্কুলের পলেস্তারা খসে পড়ে দুই ছাত্রী আহতও     হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত দিঘীরপাড় এলাকার আবদুল লতিফ-জুলেখা গার্লস স্কুলের একতলা একাডেমিক ভবনটির ছাদ, দেয়াল, কলামসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছে। ভবনের মেঝের অনেক স্থান দেবে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে ছাত্রীরা ক্লাস করছিল। সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ে দুই ছাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটে। একাডেমিক ভবনটি সংস্কারের দাবিও জানিয়েছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সংস্কার কাজ না করেই ভবনটির দ্বিতীয় তলার কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ভবনটি ধসে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রকৌশলীর মাথাব্যথা না থাকলেও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তবে উপজেলা প্রকৌশলী ভবন পরিদর্শন করে দ্বিতীয় তলার কাজ শুরুর অনুমতি দিয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর