বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার মান বাড়াতে বরাদ্দও বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনী ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার করা হয়েছে। সে লক্ষ্যে শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে সরকার আন্তরিক রয়েছে। শিক্ষার মান বাড়াতে বাজেটে বরাদ্দের হারও বাড়াতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস’ এর আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আয়োজক সংগঠনের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। তাই শিক্ষা বাজেট গুরুত্বপূর্ণ। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশ এগিয়ে নিতে হলে অবশ্যই শিক্ষাকে অগ্রাধিকারে রাখতে হবে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকের মানও বাড়াতে হবে। যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি বাজেটের যথাযথ ব্যবহার মনিটরিং করাও জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর