শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী বোর্ডে এসএসসির ৩০ হাজার খাতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ১৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। কাক্সিক্ষত ফল না পেয়ে পরীক্ষার ৩০ হাজার ২৩১টি খাতা চ্যালেঞ্জ করেছেন তারা। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক জানান, ১৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ৩০ হাজার ২৩১টি খাতা চ্যালেঞ্জ করেছে। এসএসির ফলাফল প্রকাশের পর আগামী ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় এ বছর রাজশাহীতে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। এ বছর সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী।

সর্বশেষ খবর